
রাজেন রায়, কলকাতা, ৩১ মে: ২ সপ্তাহে তৃতীয় বার কলকাতা পুলিশের ধারাবাহিক বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে রাজ্যপাল পুলিশ প্রশাসনের অন্দরেই সরকার-বিরোধী ক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের ক্ষোভ মেটাতে রাজ্য সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ করতেও আবেদন জানিয়েছেন রাজ্যপাল। এসব ঘটনার জন্য যথারীতি রাজ্য সরকারকেই বিঁধেছেন তিনি।
শনিবার টুইটারে গভীর উদ্বেগের কথা প্রকাশ করে ধনকর লিখেছেন, ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মাথাব্যথা বাড়ানোর মতো বিষয়। পুলিশের ক্ষোভ প্রশমনে রাজ্যকেই ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার সন্ধেয় সল্টলেকে কলকাতা পুলিশের ওই ব্যাটেলিয়ানে বিল্ডিংয়ের ভিতরে ব্যাপক ভাঙ্গচুর চালানো হয় বলেও অভিযোগ। পুলিশ ট্রেনিং স্কুল, গরফার পর রাজ্য পুলিশের অন্দরে এই বিক্ষোভ নিয়ে চিন্তিত রাজ্যপাল।
আমি খুবই চিন্তিত। প্রথমে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, তারপর গরফা থানা এবং সর্বশেষ বিধাননগরে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানের ঘটনা আমায় স্তম্ভিত করেছে।
উর্দিধারীদের এই ধরণের আচরণ খুবই চিন্তাজনক @MamataOfficial। এতে @KolkataPolice এর মহান ঐতিহ্যে আঘাত লাগছে।(1/2) pic.twitter.com/PLb7mgec5D
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 30, 2020
এদিন উদ্বেগ প্রকাশ করে টুইটে তিনি লেখেন, ‘আমি খুবই চিন্তিত। প্রথমে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, তারপর গরফা থানা এবং সর্বশেষ বিধাননগরে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানের ঘটনা আমায় স্তম্ভিত করেছে। উর্দিধারীদের এই ধরণের আচরণ খুবই চিন্তাজনক। এতে কলকাতা পুলিশের মহান ঐতিহ্যে আঘাত লাগছে।’
সার্বিকভাবে ওঁদের ক্ষোভ প্রশমন করার জন্য এক্ষুনি যথাযোগ্য ন্যায্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন @MamataOfficial। প্রশাসনকে স্বচ্ছ ও দায়িত্ববোধসম্পন্ন রাখতে আমলাতন্ত্র এবং পুলিশকে রাজনীতিমুক্ত হয়ে কাজ করতে হবে।(2/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 30, 2020
পুলিশের ক্ষোভ কমাতে রাজ্য সরকারকেই যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। তিনি টুইটে এই প্রসঙ্গে লেখেন, ‘সার্বিকভাবে ওঁদের ক্ষোভ প্রশমন করার জন্য এক্ষুনি যথাযোগ্য ন্যায্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশাসনকে স্বচ্ছ ও দায়িত্ববোধসম্পন্ন রাখতে আমলাতন্ত্র এবং পুলিশকে রাজনীতিমুক্ত হয়ে কাজ করতে হবে।’