২১ বছরের আগে ধূমপান নয়! তামাকজাত দ্রব্য কেনার নূন্যতম বয়স বৃদ্ধি সহ একাধিক নিয়ম পরিবর্তনের পথে এগোচ্ছে কেন্দ্র

আমাদের ভারত, ৪ জানুয়ারি: এবার ২১ বছর বয়সের আগে কোনোভাবেই ধূমপান করা যাবে না। একইসঙ্গে সিগারেট সহ যেকোনো তামাকজাত সামগ্রী কেনার ন্যূনতম বয়স বাড়ানোর পথেই এগোচ্ছে কেন্দ্র বলে সূত্রের খবর। ফলে ১৮ বছর বয়স হয়ে গেলেও এবার আর ধূমপান করা যাবে না। এছাড়াও এই ক্ষেত্রে আরও বেশ কয়েকটি নিয়ম পরিবর্তনের দিকে এগোচ্ছে সরকার

নতুন নিয়ম কার্যকর করতে পুরনো আইনকে সংশোধন করার জন্য ইতিমধ্যেই খসড়া তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। তবে নতুন খসড়ায় অনেক কিছুই পরিবর্তন করা হচ্ছে।

সিগারেটস অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট আমেন্ডমেন্ট অ্যাক্ট ২০২০ নামক আইনের খসড়া তৈরি করা হয়েছে। এতে ধূমপানের ন্যূনতম বয়স সীমা ২১ বছর করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও ওই খসড়ায় শিক্ষা প্রতিষ্ঠান ১০০ মিটার দূরত্বের মধ্যে তামাকজাত নেশাদ্রব্যের দোকান থাকবেন না বলে উল্লেখ করা হয়েছে।

এই আইন কার্যকর হলে দেশে সিগারেটের বিক্রির নিয়মেও বড় পরিবর্তন আসবে। নতুন নিয়ম অনুযায়ী আগামী দিনে একটা কিংবা দুটো সিগারেট আর বিক্রি করা যাবে না । একমাত্র সিল্ড প্যাকেট বিক্রি করতে হবে। খুচরো সিগারেট যদি কেউ বিক্রি করে তাহলে দু’বছরের জেল অথবা এক লক্ষ টাকা জরিমানা হবে বিক্রেতার। সিগারেট বা তামাকজাত দ্রব্য ২১ বছর বয়সের কমবয়সীদের কাছে বিক্রি করা যাবে না। পরপর তিনবার বিক্রেতা যদি একই ভুল করেন তাহলে পাঁচ বছরের জেল সহ ৫ লক্ষ টাকার জরিমানা হবে। ধূমপান নিষিদ্ধ এলাকায় তামাকজাত নেশাদ্রব্য কেউ সেবন করলে তাকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here