“কৃষক গণহত্যা” হ্যাশট্যাগ প্রত্যাহার করা হোক, মামলার হুঁশিয়ারি দিয়ে টুইটারকে নোটিশ পাঠালো মোদী সরকার

আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি:অবিলম্বে “কৃষক গণহত্যা” বা “ফারমার্স জেনোসাইড” হ্যাশট্যাগ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক টুইটার কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে বলে খবর। টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এই আপত্তিকর হ্যাশট্যাগ ব্যবহারের অভিযোগ করেছে সরকার।

সামাজিক মাধ্যম টুইটারে গত সপ্তাহ থেকে দিল্লি সীমানায় আন্দোলনকারী কৃষকদের ওপর পুলিশি হামলার অভিযোগে নানা টুইট হয়েছে। এইসব ক্ষেত্রে হ্যাশট্যাগ হিসেবে কৃষক গণহত্যা শব্দ দুটির ব্যবহার নিয়ে সোমবার আপত্তি জানিয়েছিল কেন্দ্র। আর সেই আপত্তির কারণে ওই হ্যাশট্যাগে যুক্ত আড়াইশোটি হ্যান্ডেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। কিন্তু ১২ ঘণ্টা পরেই সোমবার ফের সেগুলি চালু করে দেওয়া হয়। এই তালিকায় আছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিমও।

টুইটারের তরফে আবার এই অ্যাকাউন্ট চালু করার পরই মামলা করার হুঁশিয়ারি দিয়ে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

নোটিশে বলা হয়েছে ২০০০সালে তথ্য প্রযুক্তি আইনে ৬৯ এ ধারা এবং ৯(এ) বিধি অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জরুরী ভিত্তিতে ২৫৭টি ইউ আর এল এবং একটি হ্যাশট্যাগ আবার ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আপত্তিকর হ্যাশট্যাগ নিয়ে নানা বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সরকারের তরফে। ৫ পাতার নোটিশে অভিযোগ হ্যাশট্যাগ “মোদী প্ল্যানিং ফার্মার জেনোসাইড” সরাসরি হিংসায় উস্কানি দিচ্ছে, ফলে তা কোনোভাবেই মতপ্রকাশের অধিকার হিসেবে বিবেচ্য হতে পারে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here