দূষণ রোধে পলাশী পাড়ায় জলঙ্গি নদী থেকে পুজোয় ব্যবহৃত জিনিস তুলে নিল গ্রাম পঞ্চায়েত

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৪ নভেম্বর:
পলাশীপাড়ার জলঙ্গী নদী থেকে কার্তিক পুজোর কাঠামো ও পুজোয় ব্যবহৃত জিনিস তুলে নিল গ্রাম পঞ্চায়েত। নদী থেকে এই সব তুলে নেওয়ায় খুশি এলাকার বাসিন্দা থেকে নদী প্রেমী মানুষ। তাঁরা পঞ্চায়েতকে ধন্যবাদ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশীপাড়া এলাকায় সব চেয়ে বড় উৎসব এই কার্তিক পুজো। এখানে ছোট বড় মিলিয়ে ৭০টি পুজো হয়। সেই সব প্রতিমা বিসর্জন হয় এই জলঙ্গী নদীতে। সেই প্রতিমার কাঠামো বা পুজোয় ব্যবহৃত জিনিসপত্র নদীতে থাকলে জল দূষণ হয়। সেই দূষণ যাতে না হয় তারজন্য পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের কাছে আবেদন করেছিল স্থানীয় নদী প্রেমী মানুষ। সেই আবেদন প্রত্যেক পুজো কমিটির কাছে পৌঁছে দিয়েছিল পঞ্চায়েত। পঞ্চায়েত পুজো কমিটির কাছে আবেদন করেছিল পুজোর ব্যবহৃত ফুল বেলপাতা নদীর পাড়ে রাখতে। কাঠামো নদী থেকে তুলে নেবে পঞ্চায়েত। সেই মতো পুজো কমিটিগুলো প্রতিমা বিসর্জন দেওয়ার আগে ফুল বেলাপাতা সহ অন্যান্য জিনিস নদীর পাড়ে রেখে দিয়েছিল। প্রতিমা বিসর্জন নদীতে করেছিল।

পঞ্চায়েত কথামতো সোমবার সেই প্রতিমার কাঠামো জল থেকে তুলে ফেলায় খুশি নদী প্রেমীরা। এদিন পঞ্চায়েতের সদস্য ও শিল্পের সঞ্চালক মৃণাল সেখ এর নেতৃত্বে এই নদী পরিষ্কার করা হয়। তিনি বলেন, এলাকার নদী প্রেমী মানুষ আমাদের কাছে আবেদন করেছিলেন কাঠামো যাতে নদীতে না থাকে। তাতে নদীর জল দুষিত হয়। আমরাও সেটাই ভেবে এদিন নদী থেকে সমস্ত প্রতিমার কাঠামো তুলে ফেলেছি। নদীকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here