বর্ষশেষে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রামীণ হাট

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে সপ্তাহব্যাপী গ্রামীণ হাট শুরু হচ্ছে। বেলা ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই হাট।

বিগত ৬ বছর ধরে ক্লাব প্রাঙ্গণে এক টুকরো গামীণ বাংলাকে তুলে ধরছে কলকাতা প্রেস ক্লাব। এ বছর এই উৎসবে ১৪ টি জেলার লোকশিল্পীরা তাঁদের বিশেষ পরম্পরা উপস্থাপন করবেন। সঙ্গে নানান আকর্ষণীয় গ্রামীণ পসরা নিয়ে উপস্থিত থাকবেন হস্তশিল্পীরা। বছরের এই শেষ সপ্তাহ প্রেস ক্লাব সবার জন্যে অবারিত দ্বার।

আয়োজকদের তরফে ক্লাবের সহ সভাপতি শৈবাল বিশ্বাস বলেন, সবান্ধবে, সপরিবারে চলে আসুন দুপুর থেকে সারাদিন উপভোগ করুন। গ্রাম চিনুন, পরের প্রজন্মকে চেনান। পসরা সংগ্রহ করুন, শিকড় স্পর্শ করে থাকুন! থাকছে ছৌ-মুখোশ, টেরাকোটার কাজ, পাটের জুতো-চটি নকশিকাঁথা, বাটিক প্রিন্ট কোমরে বাঁধা তাঁত, গামছা, পাট, বীজসহ নানান গ্রামীণ গহনা, পটচিত্র বাঁশ-কাঠের কাজ, বাংলার পুতুল।

হাটের বিশেষ আকর্ষণ জৈব ফসল, মসলা হরেক মধু ও মধুর প্রসাধনী, জৈব প্রসাধনী, পিঠে-পুলি হরেক ফলের আচার। সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here