আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জুন: দেশের একাধিক রাজ্যে পঙ্গপালের আতঙ্ক ছড়ালেও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেগুলি মোটেও পঙ্গপাল নয়। ফড়িং জাতীয় এক প্রকার পতঙ্গের দল যা গঙ্গাফড়িং নামে পরিচিত। জেলার খড়গপুর এক নম্বর ব্লকের ভেটিয়া পঞ্চায়েত এলাকার বেশকিছু গাছে সেরকমই পতঙ্গের দল দেখতে পেয়ে এলাকাবাসীদের মধ্যে পঙ্গপালের আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ভেটিয়া গ্রামে যান ব্লকের সহ কৃষি অধিকর্তা এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। গ্রামবাসীরা তাদের জানান, আগে এরকম পতঙ্গ দেখা যায়নি। এগুলো ধান ও সবজির ক্ষতি করে দেবে। তারা প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।
খড়গপুর এক নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক পল্লব সাঁতরা জানিয়েছেন, পতঙ্গগুলি দেখার পর সেগুলো পঙ্গপাল বলে মনে হয়নি। কৃষকেরা সাধারণ কীটনাশক দিয়েই পতঙ্গগুলি মেরে ফেলতে পারবে।
জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমা প্রসাদ গিরি বলেন, আকৃতি ও চরিত্র দেখে পতঙ্গগুলিকে এক ধরনের ফড়িং বলে মনে হয়েছে। পঙ্গপাল আকৃতির হলেও আকারে অনেক ছোট।
রাজ্যের জীব বৈচিত্র পর্ষদের চেয়ারম্যান অশোক সান্যালও পতঙ্গ গুলিকে পঙ্গপাল বলে মানতে চাননি। এগুলোকে ফড়িং বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, কৃষকরা সাধারণ কীটনাশক দিয়েই এদের মোকাবিলা করতে পারবেন।