পদ্ম-স্বীকৃতিপ্রাপ্তদের শুভেচ্ছা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৬ জানুয়ারি: পদ্ম-স্বীকৃতিপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

তিনি টুইটারে লিখেছেন, “সকল পদ্ম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন। সরকার বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি দিয়েছে। তাঁদের কাজ যুবকদের জাতির জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে। রাজ্য বিজেপির পক্ষ থেকে, আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ থেকে কিছু উল্লেখযোগ্য নাম নির্বাচন করে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য।”

প্রসঙ্গত, পদ্মবিভূষণ পেলেন বিশিষ্ট চিকিৎসক তথা আরএসের স্রষ্টা দিলীপ মহালানবীশ। পশ্চিমবঙ্গ থেকে এবার আরও ৩ কৃতি সন্তানকে পদ্মশ্রীর জন্য বিবেচিত করা হয়েছে। এঁদের মধ্যে দু’জন জলপাইগুড়ি জেলার বাসিন্দা। এই দুজনের নাম মঙ্গলকান্তি রায় ও ধনীরাম টোটো। এঁরা টিকিয়ে রেখেছেন শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে। অপর এক পদ্মশ্রী প্রাপকের নাম প্রীতিকণা গোস্বামী। তিনিও লড়াই করে চলেছেন দীর্ঘদিনের ঐতিহ্য কাঁথা স্টিচকে বাঁচিয়ে রাখার জন্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here