গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১১ ডিসেম্বর: বিজেপির পক্ষ থেকে শুক্রবার গৃহ সম্পর্ক অভিযান হয় আরামবাগে। এদিন সকাল থেকে আরামবাগ বাতানাল অঞ্চলে মন্ডল সভাপতি শুভেন্দু কোলের নেতৃত্বে গৃহ সম্পর্ক অভিযান হয়। এদিন প্রায় ৭০টি বাড়িতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর চিঠি পরিবারের কর্তাদের হাতে তুলে দেয়। এদিন বিজেপি কর্মীর বাড়িতে কলাপাতায় ভোজন করেন বিজেপি নেতারা। এই গৃহ সম্পর্ক অভিযানে হাজির ছিলেন ৩৯নং জেডপি মন্ডল সভাপতি সুভেন্দু কোলে, সহ-সভাপতি গোপাল রায়, আইটি সেলের স্বরূপ পামানিক ও শক্তিকেন্দ্রের বিনয় শেঠ সহ বহু নেতাকর্মীরা।