বরযাত্রীর গাড়ি উল্টে মৃত পাত্রের বাবা

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম, পরুলিয়া ও ঝাড়খন্ড রাজ্যের সীমান্তবর্তী গ্রাম বগডোবাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম বলরাম তন্তুবায় (আটচল্লিশ)। তার বাড়ি পুরুলিয়া জেলার কুমড়া গ্রামে। মৃত ব্যক্তি পাত্রের বাবা বলে জানা গেছে।

আজ বুধবার সকালে – কাকড়াঝোড় রুটে একটি সাফারি গাড়ি বরযাত্রী নিয়ে ফেরার পথে বাগডোবা গ্রামের কাছে নিয়ন্ত্রন হারিয়ে জঙ্গলের খাদে পড়ে যায়। গাড়িটিতে পঁচিশ জন বরযাত্রী ছিল। ঘটনাস্থলে পাত্রের বাবা বলরাম বাবুর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে দুজন এবং বাকিরা সকলেই আহত হয়েছে।

দুর্ঘটনার পর গাড়ির চালক পলাতক। স্থানীয় সিআরপিএফ ক্যাম্পের জওয়ানদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে  বেলপাহাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে এবং ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here