আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে নদীয়ায় শুরু হল বিজেপির গৃহ সম্পর্ক অভিযান

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ডিসেম্বর: আর নয় অন্যায়, আর নয় মহিলাদের অসুরক্ষা এই শ্লোগানকে সামনে রেখে রাজ্যে শুরু হল বিজেপির সপ্তাহব্যাপী কর্মসূচি “গৃহ সম্পর্ক অভিযান”। বিজেপির অভিযোগ, গৃহ সম্পর্ক অভিযানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা জানতে পেরেছে শাসকদলের বিরুদ্ধে নারী-নিগ্রহ ধর্ষণ আর খুনের ভুরি ভুরি অভিযোগ। কিন্তু তারা ভয়ে মুখ খুলতে পারছেন না।

বিজেপি কর্মীদের দাবি, গৃহ সম্পর্ক অভিযানে মানুষজন বিজেপি কর্মীদের বলেছে, যে আর আমরা এই সরকারের অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করব না। কিন্তু আমজনতা সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে বিপ্লব করতে পারছে না। সেই জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই জন্য সাধারণ মানুষের মনের কথাকে প্রাধান্য দিতে এগিয়ে এসেছে ভারতীয় জনতা মহিলা মোর্চা ও এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আর নয় অন্যায় কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা গর্জে উঠেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here