করোনা বিধি মেনে পুজো সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে প্রকাশিত হল গাইডলাইন

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ অক্টোবর: বাংলার শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো। আর এই দুর্গা পুজো শুরু হতে বাকি মাত্র ক’টা দিন। কোথাও কোথাও আবার পুজোর উদ্বোধন হয়ে গেছে। কিন্তু করোনা মহামারীতে সেই উৎসবে ভাটা পড়েছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে পুজোতেও মেনে চলতে হবে এক গুচ্ছ বিধি নিষেধ।

আজ সেই সব কথা মাথায় রেখে ও ব্যারাকপুরবাসীদের
পুজোতে সম্পূর্ণ সুরক্ষা সুনিশ্চিত করতে, করোনা পরিস্থিতিতে আসন্ন শারাদিয়া উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস থেকে নিয়ম মেনে পুজো পথনির্দেশের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে বেশকিছু গাইডলাইন প্রকাশিত হল আজ। পুজোর সময় বাসিন্দাদের যাতে কোনও অসুবিধা না হয় তাই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে থাকবে সিভিল ডিফেন্সের কর্মীরা, ৪ টে লঞ্চ থাকবে রিভার পেট্রলিং’য়ের জন্য, জায়গায় জায়গায় নাকা চেকিং সহ নিরাপত্তাকে আরও জোরালো করতে একগুচ্ছ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তাদের পুজো ব্যানারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। সেই সঙ্গে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুজোতে করোনা যাতে না বাড়ে তাই সব সরকারি নিয়ম মেনে পুজো করা, দূর থেকে ঠাকুর দেখা মন্ডবে দুটি ভ্যাকসিন নিয়ে ঢোকার মত সমস্ত বিধি নিষেধ মানতে হবে বলে কড়া নির্দেশ জারি করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। তাছাড়াও এই গোটা পুজোতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ১০ হাজার মাস্ক বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে গোটা পুজোতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সমস্ত হাসপাতালগুলিকে তৎপর রাখা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

তিনি এদিন বলেন, “আমরা সমস্ত রকম নিরাপত্তা সংক্রান্ত বিষয় গুরুত্বের সাথে নজরে রেখেছি। নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু ব্যবস্থা রেখেছি। তা সত্বেও যদি কোনও সমস্যা হয় তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে সমস্যা জানাতে হবে। আর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা গাইড লাইন দেওয়া হচ্ছে সেগুলি অবশ্যই মেনে চলতে হবে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *