জেগে উঠল পুরোনো প্রেম!বিয়ে পন্ড করে হবু বরের বাবার সঙ্গে পালালো হবু কনের মা

আমাদের ভারত,২১ জানুয়ারি: বাবা-মায়ের পুরনো প্রেম জেগে ওঠায় ভেঙে গেল ছেলে মেয়েদের বিয়ে। নিজের ছেলের বিয়ের আগে কনের মাকে নিয়ে পালালেন বরের বাবা। ঘটনা গুজরাটের সুরাটের।

ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল ছেলেমেয়ের। কিন্তু গত ১০ দিন ধরে কোন খোঁজ নেই বরের বাবা বছরে ৪৮-রলোকটির এবং কনের মা বছর ৪৬ বছরের মহিলার।

কাটারাগ্রাম এলাকা থেকে লোকটি গায়েব হওয়ার সময় থেকেই হদিস নেই কনের মায়েরও। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে তারা একসাথে পালিয়েছেন। আর ফলে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে দু-দুটি পরিবার। দু’পক্ষই নিখোঁজ ডায়েরি করেছে দুজনের নামে।

এক বছর ধরে বিয়ের প্রস্তুতি চালাচ্ছিল বর ও কনে। পরিবারের সম্মতিতেই হচ্ছিল বিয়ে। কিন্তু ১০ জানুয়ারি থেকে খোঁজ মিলছে না বরের বাবার। পেশায় তিনি একজন বস্ত্র ব্যবসায়ী। জানা গেছে কনের মাকে অল্প বয়স থেকেই চিনতেন তিনি। একই এলাকায় থাকতেন তারা। খুব ভালো বন্ধু ছিলেন তারা বলে জানা গেছে।

তাদের এক আত্মীয় জানিয়েছেন দীর্ঘদিন তারা একই এলাকায় থাকতেন। তখন থেকেই দুজনে দুজনকে চিনতেন। পালানোর পর কয়েকজন বন্ধু স্থানীয় জানিয়েছেন তাদের আগে সম্পর্কও ছিল। কিন্তু কনের বাবার সঙ্গে ঘটনাচক্রে কনের মায়ের বিয়ে হয়ে যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here