গুরুদ্বার’কে মসজিদ ঘোষণা! শিখদের প্রবেশে বাধা, উত্তেজনা পাকিস্তানে

আমাদের ভারত, ৮ ডিসেম্বর: লাহোরের একটি প্রাচীন গুরুরদ্বারকে আচমকায়ই মসজিদ বলে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সেখানে শিখদের উপাসনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুরুদ্বারে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই ঘটনা জানতে পারার পর থেকেই অসন্তোষ দেখা দিয়েছে ভারতেও।

পাঞ্জাবের শিরোমণি আকালি দল দাবি জানিয়েছে, ভারত সরকারকে অবিলম্বে এই বিষয়ে পাক সরকারের দৃষ্টি আকর্ষণ করে গুরুদ্বার পাকিস্তানের শিখদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। লাহোরের ঐ গুরুদ্বারটি ভাই তালু সিং এর স্মৃতিতে তৈরি। তিনি ছিলেন লাহোরের একজন সম্পন্ন কৃষক। লাহোরের প্রশাসক জাকারিয়া খান তারু সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি বিদ্রোহী শিখদের মদত করছেন। তারু সিংকে মৃত্যুদণ্ড দেন মুঘল শাসক।

তাঁর স্মৃতিতে তৈরি গুরুদ্বারটি নিয়ে বিতর্ক ছিল আগে থেকেই। ১৭৪৫ সালে ফাঁসি দেওয়ার পর তারু সিংয়ের সমাধিস্থলের অদূরে তৈরি হয় একটি মসজিদ। স্থানীয় শিখরা মসজিদটি নিয়ে আপত্তি তুলে বিবাদ মেটাতে আদালতে যায়। দীর্ঘদিন মামলা চলার পর ১৯৩৫ সালে ব্রিটিশ বিচারকের নির্দেশে ভেঙ্গে ফেলা হয় মসজিদটি, পরিবর্তে তৈরি হয় গুরুদ্বার। কিন্তু তখন থেকেই মুসলিমদের দাবি গুরুদ্বারটি আসলে মসজিদ কারণ সেটি মসজিদ ভেঙ্গে তৈরি হয়েছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে পাক প্রশাসন ২০১১ সালে গুরুদ্বারটিতে শিখদের উপাসনের নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ভারত সরকারের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় ইসলামাবাদ প্রশাসন। গুরুদ্বার শিখদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কিন্তু এবার শুধু শিখদের প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়নি গুরুদ্বারকেই একেবারে মসজিদ বলে ঘোষণা করা হয়েছে পাক সরকারের তরফে। এই ধরনের ঘোষণা এই উপমহাদেশে এর আগে তেমন একটা দেখা যায়নি।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here