করোনায় আক্রান্ত স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণী

সায়ন ঘোষ, হাবড়া, ২১ মার্চ: কলকাতায় করোনায় আক্রান্ত দ্বিতীয় জনের পর শুক্রবার সকালে ফের আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। তিনি হাবড়ার বাসিন্দা। সম্প্রতি ওই তরুণী স্কটল্যান্ড থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে চার দিনে ৩ জনের শরীরে মিলল মারণ ভাইরাস।

উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা ওই তরুণী আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রের খবর, মার্চের ১৬ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে।
আপাতত তাঁকে বেলেঘাটা আইডির আইসোলেশনে ভর্তি রাখা হয়েছে। আক্রান্ত বছর ৩০–র ওই তরুণী কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁর খোঁজ চলছে। ওই তরুণীর বাড়িতে কেবল মা আর বৃদ্ধ বাবা আছেন। তাদের নজরদারির আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতরের নির্দেশ, আমেরিকা, ব্রিটেন, চিন, মধ্য প্রাচ্যের মত দেশ থেকে এসে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বরভাব বা জ্বর- এই চারটি উপসর্গের কোনও একটি দেখা দিলেই হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, সেই নির্দেশ বারবার উপেক্ষা করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here