বাগদায় সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযোগ হাজিসাহেবের বিরুদ্ধে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১১ ফেব্রুয়ারি:
বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ৭০ বছরের বৃদ্ধ হাজি সাহেবের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার মালিপোঁতা পঞ্চায়েতের পাঁচবেড়িয়া এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সিরাজুল মালিতা। বাগদা থানায় অভিযোগ করেন ওই শিশুর পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন ওই শিশু স্কুল থেকে বাড়ি ফিরে কয়েকজন বন্ধুকে নিয়ে পাশের একটি মাঠে খেলা করতে যায়। খেলা শেষ করে বাড়ি ফেরার পথে অভিযুক্ত হাজি সাহেব ওই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। তার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের প্রতিবেশীরা বুঝে উঠতেই তার মুখে হাত দিয়ে চেপে বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসে। কেউ কেউ বুঝলেও হাজি সাহেব বলে প্রতিবাদ করার সাহস দেখায়নি।

বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার মা জিজ্ঞাসাবাদ করতেই শিশুটি ঘটনাটি জানায়। শিশুর পরিবার প্রতিবেশীদের জানিয়ে মঙ্গলবার সকালে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনা জানাজানির পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত হাজি সাহেব সিরাজুল মালিতার খোঁজে তল্লাশি শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here