দলীয় কোন্দলের জেরে পদত্যাগ করলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান

আমাদের ভারত, হলদিয়া, ১৫ জানুয়ারি: হলদিয়া পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন চেয়ারম্যান শ্যামল আদক। তিনি এক পত্রবাহকের মাধ্যমে হলদিয়া মহকুমা শাসকের কাছে পদত্যাগের কপি জমা দেন। দলীয় কোন্দলের জেরে এই পদত্যাগ বলে ধারণা রাজনৈতিক মহলের।

শ্যামল আদকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অনুগামী হওয়ার অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সুসম্পর্ক ছিল হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদকের। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগে বেশ কয়েকটি জায়গায় শ্যামল আদককে শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেছে এই নিয়েই তৃণমূলের একাংশ অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা আনার কথা চলছিল তৃণমূল দলের মধ্যে এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। অনাস্থা আনা হলে তিনি কোনও ভাবে হেরে যেতে পারেন তাই তার আগেই তিনি আজ ইস্তফা দিলেন। যদিও ইস্তফা দেওয়ার পরে শ্যামল আদক কোনও কথাই বলতে চাননি সংবাদমাধ্যমের কাছে।

চেয়ারম্যান শ্যামল আদকের বিভিন্ন কাজের বিরোধিতা করে আসছিলেন প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত মন্ডল সহ বেশকিছু তৃণমূল নেতা। সম্প্রতি আইএনটিটিইউসির কমিটি গঠন নিয়ে তৃণমূলের কর্মীরা তাকে সরাসরি হেনস্থা করেন রাজ্য নেতৃত্ব দোলা সেনের উপস্থিতিতে। ফলে দলের মধ্যে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন চেয়ারম্যান শ্যামল আদক।

তৃণমূলের পক্ষ থেকে অবশ্য জেলা কোর কমিটির সদস্য শেখ মামুদ হোসেন বলেন, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক দাদার অনুগামী ছিলেন এবং তিনি বিজেপিকে বিভিন্নভাবে সাহায্য করছিলেন। আজ তৃণমূল কাউন্সিলরা তার বিরুদ্ধে অনাস্থা আনার কথা ভাবছিলেন। অনাস্থার ফলে তিনি অপসারিত হতে পারেন চেয়ারম্যান পদ থেকে তাই তিনি তড়িঘড়ি পদত্যাগ করেছেন। এটা অনিবার্য ছিল। মামুদ হোসেন আরও বলেন, দাদার সঙ্গে থাকব আর তৃণমূলের সুবিধা ভোগ করব তা হবে না।
শ্যামল আদক অবশ্য চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও দল থেকে কিন্তু পদত্যাগ করেননি এখনও।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here