মালদা থেকে ধৃত চিনা ব্যক্তি এক ভয়ঙ্কর দুষ্কৃতি, গোয়ান্দা সংস্থার হয়ে কাজ করত হান জুন উই

আমাদের ভারত, মালদা, ১১ জুন: মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মিলিক সুলতানপুর থেকে আটক চিনা নাগরিককে নিয়ে বিএসএফের পক্ষ থেকে এক প্রেস বিব্রিতিতে জানানো হয় ধৃত ব্যক্তি একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। সে এক চিনা গোয়ান্দা সংস্থার হয়ে কাজ করে। এর পরেই নড়েচড়ে বসে বিএসএফ। গ্রেপ্তার হওয়া চিনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করে উত্তরপ্রদেশের এটিএস।

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড টিম জিজ্ঞাসাবাদ করে চিনা নাগরিক হান জুন উই’কে। এরপর ধৃতকে মালদার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তির বিরুদ্ধে ফরেনার্স এক্টে মামলা করা হবে। ধৃতের বিরুদ্ধে পুরনো একটি মামলা রয়েছে। তার কাছ থেকে বাংলাদেশি সিম, ভারতীয় সিম, চীনা সিম সহ বেশ কিছু ডিভাইস উদ্ধার হয়েছে।

বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এক প্রেস বিবৃতিতে জানায়, হান জুন উই একজন ভয়ঙ্কর অপরাধী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা এই কাজে একত্রে কাজ করছে। হান জুন উইয়ের কাছ থেকে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *