
সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ মার্চ: করোনা ভাইরাসের জেরে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় তৎপর হচ্ছেন সবাই। বাদ নেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারাও। প্রশিক্ষণ নিয়ে হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার তৈরি করে বিক্রি শুরু করলেন তাঁরা। প্রাক্তন মহকুমা শাসক ডা: আকাঙ্খা ভাস্করের উৎসাহে এবং পরামর্শে ব্লক প্রশাসন এই উদ্যোগ নেয়। বৃহষ্পতিবার, হাতে কলমে নয় রীতিমত পেশাদারের ঢঙ্গেই স্বনির্ভর গোষ্ঠীর ৮ জন মহিলা হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার তৈরি করে বোতল বন্দি করলেন। বিক্রি হল।
তবে, প্রাথমিকভাবে বিভিন্ন সরকারি দফতরে এই হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার সরবরাহ করা হবে বলে জানালেন রঘুনাথপুর-১ ব্লকের বিডিও অনির্বাণ মণ্ডল। তিনি জানান, গ্লিসারিন, অ্যালকোহল, আলোভেরা জেল, ভিটামিন ই-কাপসুল অলিভ ওয়েল, এসেন্স প্রভৃতি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই স্যানিটাইজার। বৃহষ্পতিবার, বিডিও অফিসে আনুষ্ঠানিকভাবে এটি তৈরি হল। উপস্থিত ছিলেন, স্থানীয় বিডিও ছাড়াও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক সৌমিক বাউরী প্রমুখ। আপাতত ৩০ মিলিলিটার কন্টেনারের জন্য ২৫ টাকা এবং ৬০ মিলিলিটারের জন্য ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।