প্রয়াত পুরুলিয়ার প্রখ্যাত নাটুয়া শিল্পী হাঁড়িরাম কালিন্দী

সাথী দাস, পুরুলিয়া, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন প্রখ্যাত নাটুয়া শিল্পী হাঁড়িরাম কালিন্দী। সত্তরোর্ধ এই শিল্পী স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকাল ৭ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিখ্যাত উত্তরা ছবির একেবারে শেষ দৃশ্যে এক টিলায় মুখোশ পরে নাটুয়া নাচ করতে করতে কুস্তি লড়ে যাচ্ছেন ছবির দুই প্রধান কুশীলব তাপস পাল ও শংকর চক্রবর্তী। অসামান্য দক্ষতায় চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের ছবির সেই দৃশ্যটা লেন্স বন্দী করলেও নাটুয়া শিল্পীদের সেই অসাধারণ নাচ ছবির মহিমাকে অনেকটাই বাড়িয়ে তুলেছিল। ছবির সেই নাটুয়া দলটি ছিল আসলে পুরুলিয়ার বিখ্যাত শিল্পী হাঁড়িরাম কালিন্দীর। পুরুলিয়ার এই শিল্পীর অসাধারণ প্রতিভা দেখে শুধু বুদ্ধদেব দাশগুপ্তই নন বাংলা তথা সারা দেশের বহু বিখ্যাত ব্যক্তিত্ব মুগ্ধ হন। তার নজির পাওয়া যায় হাঁড়িরামের বাড়িতে থাকা গন্ডা গন্ডা মানপত্র ও শংসাপত্রতে। বহু পুরস্কারে ভূষিত এই শিল্পীর ছিল বহুমুখী প্রতিভা। একদিকে নাটুয়া নাচ অন্য দিকে ঢাক। দুই কলাতেই সিদ্ধহস্ত ছিলেন তিনি।

পুরুলিয়ার বলরামপুরের পাঁড়দ্দা গ্রামে নিজের বাড়িতে দেহ নিয়ে যাওয়ার আগে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান সাংস্কৃতিক জগতের মানুষ ও বিশিষ্টরা। তাঁরা জানান, “এই শিল্পী জেলার গর্ব। নাটুয়া নৃত্যের স্বর্ণ যুগ এই শিল্পীরা ধরে রেখেছিলেন। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *