জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদার তরুয়া এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম বীরেন্দ্রনাথ প্রতি(৫৩)।মঙ্গলবার বাড়ির ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় বেলদা থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।