
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ জানুয়ারি: গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত কুজড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অন্নপূর্ণা খিলাড়ি। এদিন স্থানীয় বাসিন্দারা সকালে গ্রামের একটি গাছে মৃতদেহটি ঝুলে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।