কুতুব মিনার চত্বরে হনুমান চাল্লিশা পাঠ, নাম বদলে বিষ্ণু স্তম্ভ রাখার দাবি ইউনাইটেড হিন্দু ফ্রন্টের

অআমাদের ভারত, ১১ মে: দিল্লির কুতুব মিনারের নাম পরিবর্তনের দাবিতে আবারও সরব হলো একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার দেশের বেশ কয়েকটি বড় হিন্দু সংগঠন একসাথে দিল্লিতে কুতুবমিনারের কাছে হনুমান চাল্লিশা পাঠ করেন। ইউনাইটেড হিন্দু ফ্রন্ট নামে এই হিন্দুত্ববাদী সংগঠনগুলির যৌথ মঞ্চ কুতুবমিনারের নাম পরিবর্তন করে বিষ্ণু স্তম্ভ রাখার দাবি জানিয়েছে।

ইউনাইটেড হিন্দু ফ্রন্টের দাবি, কুতুবমিনার আদতে একটি বিষ্ণু স্তম্ভ। একসাথে সাতাশটি জৈন ও হিন্দু মন্দির ভেঙ্গে এই কুতুব মিনারকে নির্মাণ করা হয়েছিল।

এই মুহূর্তে ইউনাইটেড হিন্দু ফ্রন্টের লক্ষ্য কুতুবমিনার কমপ্লেক্সে হিন্দু দেবদেবীর মূর্তি স্থাপন করে সব হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য এখানে পুজো করার অনুমতি আদায় করা। তারা প্রাথমিকভাবে কুতুবমিনার কমপ্লেক্সে একটি বিষ্ণু স্তম্ভ স্থাপনের আবেদন জানিয়েছে। মঙ্গলবার কুতুবমিনারের কাছে তাদের ব্যবস্থাপনায় নানান ঋষি ও সাধুদের উপস্থিতিতে হনুমান চাল্লিশা পাঠ করা হয়। হিন্দু ফ্রন্টের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি ও জাতীয়তাবাদী শিবসেনার জাতীয় সভাপতি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এর আগে দিল্লি আদালতের নির্দেশ অনুসারে এএসআই কর্তৃক প্রত্নতাত্ত্বিক জরিপের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কুতুবমিনার কমপ্লেক্স থেকে ভগবান গণেশের দুটি মূর্তির না সরানোর নির্দেশ দিয়েছিল। অতিরিক্ত জেলা জজ নিখিল চোপড়া তার আদেশে বলেছিলেন যে যতদিন না শুনানির পরবর্তী তারিখ ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে হবে এএসআই’য়ের মূর্তি সংরক্ষণের কাজে আদালত সন্তুষ্ট ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *