অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ জুলাই:
গোপীবল্লভপুরের বেলদুয়ার রাস্তায় মাস্টার কলোনিতে রবিবার একটি গাছের খাবারের খোঁজে এসে জালে আটকে পড়ে একটি হনুমানের বাচ্চা।
স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানগুলি অন্যান্য দিনের মতো এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে পড়ছিল। সেই সময় হঠাৎই একটি গাছে হনুমানের উপদ্রব আটকাতে পাতা জালে আটকে পড়ে হনুমানের বাচ্চাটি। সেই খবর কুনাল দত্ত ও বিশ্বজিৎ দত্তের কাছ থেকে জানতে পারেন ঐ কলোনির বাসিন্দা কল্যাণ বারিক। তারপরই তিনি হনুমানের বাচ্চাকে বাঁচাতে এগিয়ে এলেন।
এদিন হনুমানের বাচ্চাটিকে গাছ থেকে নামিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে জাল থেকে বের করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন কল্যাণ বারিক। স্থানীয় যুবকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই কলোনির বাসিন্দা থেকে গোপীবল্লভপুর বাসী সকলেই।