অস্ট্রেলিয়ার হিন্দু মন্দিরে খালিস্থানপন্থীদের তাণ্ডব কোনওভাবেই সহ্য করা হবে না, কড়া বার্তা মোদীর

আমাদের ভারত, ২৫ মে:
অস্ট্রেলিয়া হিন্দু মন্দিরের উপর হামলার ঘটনায় সরব হলেন নরেন্দ্র মোদী। এই বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের দৃষ্টি আকর্ষণ করে তিনি কড়া ব্যবস্থার দাবি জানান। অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানও তাঁকে এই বিষয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়ার হিন্দু-মন্দিরগুলিতে খালিস্থানপন্থীরা তান্ডব চালাচ্ছে। কোথাও মন্দিরে ঢুকে ভাঙ্গচুর চালাচ্ছে কোথাও মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লিখে দেওয়া হচ্ছে। মেলবোর্ন, সিডনি সহ একাধিক জায়গায় হিন্দু মন্দির এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।

বুধবার সিডনিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিষয়টি তুলেছেন বলে জানা গেছে। মোদী হিন্দু মন্দিরগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানান। এই বিষয়ে নিয়ে সম্পূর্ণভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান। যৌথ বিবৃতিতে মোদী বলেন, অস্ট্রেলিয়ার হিন্দু মন্দিরগুলির উপর বিচ্ছিন্নতাবাদী হামলা নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আগেও আলোচনা হয়েছে। আজ ফের এই ইস্যুতে কথা হল।ভারত ও অস্ট্রেলিয়ার বন্ধুত্বের পথে কাঁটা হতে পারে এমন কোনও কিছুকে মেনে নেওয়া হবে না। এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী আলবাণিজ।

খালিস্থানপন্থীদের হামলার মুখে পড়তে হয়েছে বিদেশের মন্দির সহ ভারতীয় দূতাবাসকেও। সে ঘটনাতেও কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত সরকার। দেশে বসবাসকারি খালিস্থানপন্থীদের পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে সরকার। পাশাপাশি খালিস্থানপন্থীরা দেশে ফিরলে তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার তরফেও কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ছবি: সৌজন্যে এ এন আই

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here