সরকারি সাহায্য না পেলে আত্মহত্যার হুমকি হরিশ্চন্দ্রপুরের তরুণীর

আমাদের ভারত, মালদা, ৪ জানুয়ারি: সরকারি সাহায্য না পেলে আত্মহত্যা করবেন। তরুণীর এই আবেদনপত্র ঘিরে তোলপাড় হরিশ্চন্দ্রপুর ১নম্বর ব্লক প্রশাসনিক ভবন।

দুচোখের দৃষ্টি হারিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বারোডাঙ্গা গ্রামের বাসিন্দা বছর ঊনত্রিশের তরুণী মমতা দাস। ছোটবেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর আক্রান্ত হন টাইফয়েডে। এরপর থেকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে তাঁর। কার্যত অন্ধ হয়ে যান তিনি। সরকারি সাহায্য বলতে জুটেছে প্রতিবন্ধী সার্টিফিকেট এবং ভাতা। কিন্তু সেই সরকারি ভাতাও নিয়মিত পান না বলে অভিযোগ। আর সেই কারণেই এবারে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিওকে চিঠি দিয়ে সাহায্যের আবেদন জানান তিনি। না পেলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন ওই তরুণী।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দ্রুত ওই তরুণীকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *