নেতাজির জন্ম দিবস পালন করল হাতিপাতা নেতাজী স্মৃতি সংঘ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হল দেশনায়কের
১২৫ তম জন্মদিন। প্রতিবছরের মত এবছরও নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালিত হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের হাতিপাতার নেতাজী স্মৃতি সংঘ ক্লাবে। শনিবার নেতাজীর জন্মজয়ন্তী উদযাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, এলাকার বিশিষ্ট সমাজসেবী অনুরন সেনাপতি সহ বিশিষ্টজনেরা। এদিন রাণ্টুয়া মোড়ে থেকে দীর্ঘ প্রায় ৩কিমি বাইক র‍্যালি করে খড়পড়িয়া থেকে হাতিপাতা পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে হাতিপাতা গ্রামে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন সাংসদ কুনার হেমরম।

হাতিপোতা নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের সভাপতি বিক্রমজিৎ বেরা জানান, ১৯৯২ সাল থেকে এই রীতি চলে আসছে। প্রত্যেক বছর নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যেই আমরা এই অনুষ্ঠান করে থাকি প্রথমে আমাদের ক্লাবের নাম হাতিপাতা শিশু সংঘ থাকলেও দেশ নায়ক নেতাজীকে স্মরণ করেই পরে আমরা এই ক্লাবের নাম রাখি নেতাজী স্মৃতি সংঘ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here