আমাদের ধারনা ছিল আরও বেশি সংখ্যক বিধায়ক বিজেপিতে যোগদান করবেন: অধীর চৌধুরী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ ডিসেম্বর: যার জার্সি পরিবর্তন দরকার সে পাল্টাবে, শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়কের বিজেপিতে যোগদান প্রসঙ্গে এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার বহরমপুরে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, আমাদের ধারনা ছিল তৃণমূল ও সিপিএম থেকে আরও বেশি সংখ্যক বিধায়ক বিজেপিতে যোগদান করবেন। আসলে বাংলার মানুষের রুটি রুজি শিক্ষার দরকার নেই এটাই ভাবছেন নেতারা। বাংলার সাধারণ মানুষের ভালো জীবন যাপন নিয়ে কেউ ভাবছেন না, দেশের কৃষকরা আজকে আন্দোলন করছে, কংগ্রেস বামের নেতৃত্ব আন্দোলন হচ্ছে। মানুষের যে মৌলিক অধিকার তা নিয়ে বিজেপি ও শাসকদল কারঈ কোনও কথা নেই। কে কোন দলে গেল, কে কখন জার্সি পরিবর্তন করছে তা নিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই, জার্সি পরিবর্তন যাদের কাজ তারা জার্সি পরিবর্তন করছেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় জার্সি পরিবর্তনের খেলা খেলেছিল, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই জার্সি পরিবর্তন খেলা চলছে। এতে বিজেপির লাভ হচ্ছে, তৃণমূল থেকে যাওয়া মানেই বিজেপি লাভ হবে। তবে বিরাট কিছু না হলেও বিজেপি লাভ হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here