
রণজিত রায়, আমাদের ভারত, হাওড়া, ৪ মার্চ:
বুধবার বিকালে স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন ভাগাড়ে। বস্তাগুলো খুলতেই বেরিয়ে পড়ে ভারত সরকারের শ্রমদপ্তর থেকে ইস্যু করা হাজার হাজার স্বাস্থ্য বীমার কার্ড। ওই কার্ডগুলোতে প্রাপকের ছবি এবং নাম ছিল। কে বা কারা ওই কার্ড ফেলে দিয়ে যায় তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই কার্ডগুলি যদি প্রাপকের কাছে পৌঁছে যেত তাহলে তারা সরকারি সাহায্য পেতে পারতেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে তারা।