
গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১ জুন: পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্যের অন্যান্য জেলার মত আরামবাগ মহকুমাতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। সোমবার আরামবাগের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সচিব সৌমিত্র মোহন ও জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। এদিন সকাল ১১টা নাগাদ আরামবাগের মহকুমা শাসক নিপেন সিং’য়ের দপ্তরে আসেন তাঁরা। সেখান থেকে আরামবাগ পল্লিশ্রী এলাকায় কোভিড হাসপাতাল পরিদর্শন করেন। এরপর আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে যান। পরিদর্শন শেষে মহকুমা শাসকের দপ্তরে দীর্ঘক্ষণ বৈঠক করেন।
হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, আক্রান্ত এলাকাগুলি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে। রোগীদের ঠিকমতো পরিচর্চা হচ্ছে কি না সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। আরামবাগ সহ হুগলী জেলার কোভিড সংক্রান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন সূত্রে আরামবাগের কোভিড আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে জানা গেলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আক্রান্তের সংখ্যা বিষয়টি এড়িয়ে যান জেলাশাসক। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ার খবর ছড়িয়ে পড়াতে আতঙ্কিত আরামবাগের বাসিন্দারা।