মুখ্যমন্ত্রীর জনসভার আগে হেলিকপ্টারের পরীক্ষামূলক উড়ান গোপাল নগরে

আমাদের ভারত, বনগাঁ, ৫ ডিসেম্বর: বুধবার
গোপালনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সে কারণে গোপালনগর হাই স্কুল মাঠে তৈরি করা হয়েছে সভামঞ্চ, আর পাশের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। শনিবার বিকাল ৩টে নাগাদ গোপালনগর হাই স্কুল সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে একটি হেলিকপ্টার নামল।

কপ্টারের রোটারের আওয়াজ কানে যেতেই নিমেশে ভিড় জমে গেল হেলিপ্যাড এর চারপাশে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হেলিপ্যাডে পরীক্ষামূলক ভাবে নিরাপদে অবতরণ করল হেলিকপ্টারটি। ফের ৩টা ৪৫মি. নাগাদ হেলিকপ্টারটি কলকাতার দিকে ফিরে যায়।
এদিন অস্থায়ী হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বনগাঁর পুলিশ সুপারসহ মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা দলের কর্মীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here