সোশ্যাল মিডিয়ায় মহিলা সুরক্ষায় ফোন-নং দেওয়া পোস্টের হিড়িক হতে পারে অপরাধের নয়া ছক, বলছে পুলিশ

আমাদের ভারত,৮ ডিসেম্বর:মহিলা সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে পোস্টের হিড়িক পড়ে গেছে। কিন্তু এটা অপরাধের নতুন ছক হতে পারে বলছে লালবাজার।

রাতে বিরেতে যদি কোন মা, বোন, দিদি বিপদে পড়েন তাহলে নির্দ্বিধায় ফোন করুন। মহিলাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন মুহুর্মুহু পোস্ট চোখে পড়ছে কয়েক দিন ধরে। হায়দ্রাবাদ গণধর্ষণের পরে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট প্রচুর। কিন্তু যাচাই করে দেখা গেছে ওইসব পোস্টে যেসব ফোন নাম্বার দেওয়া হয়েছে তা ভুয়ো।

হায়দ্রাবাদ গণধর্ষণের পর ফেসবুক টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় এলাকার নাম উল্লেখ করে একাধিক ফোন নাম্বার দিয়ে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। ওই এলাকায় মহিলারা রাতে যদি সমস্যায় পড়েন ও নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে ফোন করুন। সাহায্য করব। এভাবে দেওয়া হচ্ছে একাধিক নম্বর।

কিন্তু ওই সব নম্বর নিয়ে একাধিক অভিযোগ আসছিল লালবাজার সাইবার সেলে। তারপরই লালবাজার সাইবার সেল তদন্তে নামে।

নম্বরগুলি নিয়ে তদন্ত হতেই দেখা গেছে যেসব নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে তার মালিক পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা। এমনকি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত নম্বরগুলি যে দেওয়া হয়েছে তারা জানেনই না যে তাদের নম্বর দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এরকম তিনটি পোস্টের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে। এই সমস্ত পোস্টের পেছনে আদৌ কোন অপরাধ চক্র কাজ করছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here