দুর্দশাগ্রস্ত মানুষদের চাল, ডাল, তেল, নুন, পিঁয়াজ দিয়ে সাহায্য বেলুড় মঠের

আমাদের ভারত, হাওড়া, ৩০ মার্চ: বিপদের সময় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর নিদর্শন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের বরাবরের। তাই এবারও করোনাভাইরাস মোকাববিলায় আর্ত মানুষের পাশে দাঁড়াল বেলুড় মঠ। দুর্দশাগ্রস্ত মানুষদের বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা শুরু করল বেলুড় মঠ কর্তৃপক্ষ।

গত কয়েকদিন ধরে বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন সারদা পীঠ এর উদ্যোগে শুরু হয়েছে করোনার কারণে দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্য করার কাজ। বিশেষ করে শ্রমজীবী মানুষ– যারা লকডাউনের ফলে কাজ হারিয়েছেন, তাঁদের মধ্যে চাল, ডাল, নুন, তেল, পিঁয়াজ বিলি করা শুরু হয়েছে।খাদ্যদ্রব্য ছাড়াও দেওয়া হচ্ছে সাবান, এমনকি নিজস্ব গবেষণাগারে তৈরি স্যানিটাইজারও তুলে দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ জানিয়েছেন, এজন্য রিলিফ ফান্ড খোলা হয়েছে, সেখানে অনেকেই অনুদান দিয়ে সাহায্য করছেন। ইতিমধ্যে বেলুড় থেকে এবং বালি, লিলুয়ায় গিয়ে ৪০০ মানুষকে সাহায্য করা হয়েছে, আরও এক হাজার মানুষকে সাহায্য করার লক্ষ্য রয়েছে তাঁদের। কয়েক দিনের মধ্যেই উলুবেড়িয়া মহকুমার বাগনান, ডোমজুরেও অসহায় মানুষদের সাহায্যের জন্য যাবেন। এই কাজের সঙ্গে এক’শ জনের মত সন্যাসী, ব্রহ্মচারী, কর্মী এবং ছাত্র যুক্ত আছেন বলে জনিয়েছেন স্বামী দিব্যানন্দ মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *