বিধায়কের উদ্যেগে রক্তের প্রয়োজনে চালু হল হেল্প লাইন

আমাদের ভারত, হাওড়া, ১৮ মে: লকডাউনের সময় মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষদের সুবিধার্থে এবার হেল্পলাইন নম্বর চালু করল উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। হেল্পলাইন নম্বর হল ৯৮৩০৯৯৫৮৮৫ ও ৯৩৩৯১০৯৭০৭। সোমবার এক মাসব্যাপী রক্তদান শিবিরের দ্বিতীয় দিনে উলুবেড়িয়া নোনা এ্যাথালেটিক ক্লাবে রক্তদান শিবিরের উদ্বোধন করতে এসে এই কথা বলেন বিধায়ক পুলক রায়। এদিন তিনি বলেন, লকডাউনের এই কঠিন পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দিয়েছে। আর যার ফলে মুমূর্ষু রোগী থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষরাও চরম সমস্যায় পড়েছে। তাদের সুবিধার্থে এক মাস ব্যাপী উলুবেড়িয়ার বিভিন্ন ক্লাব সংগঠনে রক্তদান শিবিরের আয়োজন করে রক্ত সংগ্রহ করার পাশাপাশি রোগীদের কাছে রক্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা দুটি হেল্পলাইন নম্বর চালু করলাম। যাদের রক্তের প্রয়োজন তারা এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে তৎক্ষণাৎ রক্ত পেয়ে যাবে।

অন্যদিকে বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাদের মতে লকডাউনের এই পরিস্থিতিতে যেভাবে বিধায়ক রক্তদান শিবিরের আয়োজন করছেন এবং সকলের সুবিধার্থে হেল্প লাইন নম্বর চালু করেছেন তাতে অনেকেই উপকৃত হবেন। এদিনের এই রক্তদান শিবিরে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান অভয় দাস অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্তদান শিবিরে ২৫ জন রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *