লকডাউনে সমস্যায় মেদিনীপুরের বৃহন্নলারা 

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মে: লকডাউনের জেরে খাদ্যসংকটে পড়েছেন মেদিনীপুরের বৃহন্নলারা। 
কয়েক দশক ধরে তারা মেদিনীপুর শহরের সিপাইবাজার এলাকায় ভাড়া থাকেন। এতদিন তাঁদের কাজ ছিল সকাল থেকে ৪- ৫ জনের দলে ভাগ হয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নব জাতককে কোলে তুলে নাচিয়ে গৃহকর্তার কাছ থেকে নগদ টাকা, চাল, ডাল, অন্যান্য সামগ্রী উপহার হিসেবে নেওয়া। তাছাড়াও পুজো পার্বণে তারা শহরের দোকানে দোকানে গিয়ে গান গেয়ে টাকা আদায় করে থাকেন। এভাবেই তাদের দিব্যি চলে যাচ্ছিল।কিন্তু বাধ সাধল লকডাউন। গত ৪৪ দিন ধরে চলা লকডাউনের জেরে তাঁদের রোজগার একেবারে নেই। 

সিপাই বাজারে ভাড়া বাড়িতে থাকা বৃহন্নলা পান্না বাঈ  জানান, তাঁদের জীবনে এরকম দুর্দিন আগে কখনো আসেনি। তারা যে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না বলে আক্ষেপ করেন পান্নাবাঈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *