
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ জানুয়ারি :
যাত্রাদলের নায়কের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ যাত্রা দলের নায়িকার। ঘটনায় চাঞ্চল্য যাত্রাপ্রেমী মানুষজনের মধ্যে।
কলকাতার এক নামকরা যাত্রাদলের নায়ক নবীন কুমার শীল। আর, নায়িকা ঐন্দ্রিলা দত্ত। গত শনিবার রাতে যাত্রা ছিল পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে। যাত্রা শেষে সকলে হাজির হন হোটেলে। গভীর রাতে হোটেলের মধ্যে নায়িকা ঐন্দ্রিলা দত্তকে শ্লীলতাহানি করে যাত্রা দলের নায়ক নবীন কুমার শীল। রবিবার এগরা থানায় এমন অভিযোগ দায়ের করে যাত্রা দলের নায়িকা। অভিযোগ পাওয়ার পর যাত্রাদলের নায়েককে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে যাত্রা দলের নায়ক।
অভিযুক্ত নায়ককে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে অভিযুক্ত নায়কের। নায়েকের বিরুদ্ধে নায়িকার শ্লীলতাহানীর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার যাত্রা মহলে।