করোনা মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক 

আমাদের ভারত, মেদিনীপুর, ২১ মার্চ: করোনা সংক্রমণ মোকাবিলায় শনিবার মেদিনীপুর সার্কিট হাউসে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়েছে। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার করোনা বিষয়ক নোডাল অফিসার নবীন প্রকাশের উপস্থিতিতে এ দিনের বৈঠকে জনসচেতনতার ওপর বিশেষ জোর দেওয়া সহ করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

উচ্চ পর্যায়ের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রেশমি কমল, জেলার পুলিশ সুপার দিনেশ কুমার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা এবং জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এদিনের বৈঠকে নোডাল অফিসার নবীন প্রকাশ জেলার তহবিল বিষয়ক বিস্তারিত তথ্য জানতে চান। করোনা মোকাবিলায় জেলার হাসপাতালগুলির আইসোলেশন ওয়ার্ড এবং কোয়ারেন্টাইন বিষয়েও এদিনের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here