করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বন্ধ রেস্তোঁরা নাইটক্লাব ডান্সবার পাব ম্যাসাজ পার্লার

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২১ মার্চ: রাজ্যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ইতিহাসে এই প্রথম। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শেষ দুটি পরীক্ষা ২৩ ও ২৫ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। ১৫ এপ্রিলের পর নির্ধারিত হবে পরীক্ষার নতুন সূচি। করোনাভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে আর ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

তবে যে যে পরীক্ষা হয়েছে, সেগুলি সবই ধার্য হবে। এর আগে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এছাড়া আজ থেকে রেস্তোঁরা, নাইটক্লাব, ডান্সবার, পাব, ম্যাসাজ পার্লার সব বন্ধ করে দিল রাজ্য।

এদিকে আজ তৃতীয় করোনাভাইরাস পজিটিভ আক্রান্ত খোঁজ পাওয়ার পর সম্ভাবনা বাড়ছে আরও এক সম্ভাব্য আক্রান্তের। শুক্রবার দক্ষিণ কলকাতার আরএক তরুণ কাশি ও গলাব্যথা হওয়ায় পারিবারিক চিকিৎসকের কাছে যান। তার পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। কিন্তু তরুণের পরিবার-পরিজন মিলিয়ে মোট ১৬ জনকে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে যাওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here