হিজাব বিতর্ক! মাথা ঢাকতে, উর্দু কবিতা বলতে জোর করা যাবে না, স্পষ্ট নির্দেশ শিবরাজ সিং চৌহানের

আমাদের ভারত, ২ জুন: হিজাব পরে আসতেই হবে, মাথা ঢেকেই স্কুলে আসতে হবে, কিংবা উর্দুতে কবিতা বলতে হবে এসব বাধ্যতামূলক করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সম্প্রতি দামো এলাকার একটি বেসরকারি স্কুলে কৃতি ছাত্রীর ছবি সামনে আসে। যেখানে ছাত্রীদের মাথা জোর করে ঢাকতে বলা হয়েছে বলে অভিযোগ। তাকে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এরপরে জেলা শাসক নির্দেশ দিয়েছে স্কুলের ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে যাতে বাধ্য করা না হয়। শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “আমি জানতে পেরেছি দামো এলাকার একটি স্কুলে বলা হয়েছিল, মাথা ঢেকে আসতে হবে। দেশভাগের পেছনে যে মানুষটা ছিলেন তার কবিতা বলতে বলা হচ্ছে বলেও শুনলাম। আমি সতর্ক করে বলে দিচ্ছি মধ্যপ্রদেশের মাটিতে এসব চলতে দেব না।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী যে শিক্ষানীতির কথা জানিয়েছেন সেটাই মেনে চলতে হবে। যদি কোনো স্কুলে অন্য কিছু শেখানো হয়, মাথায় কিছু বেঁধে আসতে বলে তবে সেই স্কুলকে মধ্যপ্রদেশে চলতে দেওয়া যাবে না।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কুলের সকালের প্রার্থনায় কেবলমাত্র জাতীয় সঙ্গীত গাইতে হবে।

২০১২ সাল থেকে গঙ্গা-যমুনা হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রীদের মাথা ঢেকে আসা বাধ্যতামূলক ছিল সে নির্দেশ বাতিল করা হয়েছে সরকারের তরফে। একইসঙ্গে মহম্মদ ইকবালের লেখা উর্দু কবিতাও বাতিল করা হয়েছে স্কুলের পাঠ্য থেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here