মুসলিমদের বহু বিবাহ নিষিদ্ধকরণে পদক্ষেপ হিমন্ত বিশ্বশর্মার, গঠন করলেন বিশেষজ্ঞ কমিটি

আমাদের ভারত, ১০ মে: বাল্যবিবাহ রুখতে অভিযান চালিয়েছিলেন আসাম জুড়ে। তাতে গ্রেপ্তার হয়েছিল ৩০০০ এরও বেশি জন। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দিলেন, তারা রাজ্যে বহুবিবাহ আইনকে নিষিদ্ধ করতে উদ্যোগী। তারজন্য আইনি পরামর্শ নিতে বিশেষজ্ঞ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বহুবিবাহ নিষিদ্ধকরণের সিদ্ধান্তের কথা নিজেই টুইট করে জানিয়েছেন হিমন্ত। তাঁর বক্তব্য, এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। আইন খতিয়ে দেখা হবে, বহু বিবাহ নিষিদ্ধ করার স্বাধীনতা রাজ্যের আছে কিনা। পাশাপাশি মুসলিম পার্সোনাল ল বা শরিয়ত আইনও খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলবেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা।
কথা বলা হবে আইনজ্ঞদের সাথেও।

কিছুদিন আগে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহুবিবাহ বা নিকা হালাল অনুশীলনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানির জন্য সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। তার মধ্যেই হিমন্ত বিশ্বশর্মার এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত আসলে অভিন্ন দেওয়ানী বিধির দিকে এক কদম এগিয়ে গেল।

এর আগে শনিবার কর্ণাটক বিধানসভায় নির্বাচনের প্রচারে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন চারটে বিয়ে বন্ধ করার জন্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা প্রয়োজন। কারণ এভাবে মেয়েদের সন্তান উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কর্ণাটকে একটি রোড শোয়ে অংশগ্রহণ করে তিনি বলেন, পৃথিবীতে এমন প্রথা থাকা উচিত নয়, অভিন্ন দেওয়ানি বিধি মেনেই প্রথা বন্ধ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *