নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ জানুয়ারি:
রাজ্যজুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহে নামছে হিন্দু সংগঠনগুলি। আগামী ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে অর্থ সংগ্রহ করবেন রাম মন্দির আন্দোলনে যুক্ত হিন্দু নেতারা। বাড়ি বাড়ি গিয়ে তারা অর্থ সংগ্রহ করবেন।
পুরো কর্মসূচির নাম দেওয়া হয়েছে শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সম্পর্ক অভিযান। পশ্চিমবঙ্গে ১৫ দিন চললেও গোটা দেশে ২৭-শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। ১০, ২০ ও ১০০ টাকার কুপন নিয়ে বাড়ি দাড়ি ঘুরবেন হিন্দু নেতারা। এ রাজ্য থেকে তোলা অর্থ পাঠানো হবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে রাম মন্দির নির্মাণের অর্থ সংগ্রহ কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এ রাজ্য যাতে রাম মন্দির নিয়ে মানুষের আবেগকে কাজে লাগানো যায় সুকৌশলে ১৫- ই জানুয়ারি থেকে সেই চেষ্টা করবেন হিন্দু নেতারা। বিধানসভা ভোটের আগে রাজ্যে হিন্দুত্ববাদী কর্মসূচির পিছনে সংঘের হাত দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল।