প্রাতঃভ্রমনে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হিন্দু মহাসভার নেতা

আমাদের ভারত,২ ফেব্রুয়ারি:রবিবার লখনৌতে সাতসকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হিন্দু মহাসভার নেতা রঞ্জিত বচ্চন। উত্তর প্রদেশের রাজধানীর লখনৌতে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাইও। কয়েক মাস আগেই নিজের অফিসে নৃশংসভাবে খুন হয়েছিলেন আরেক হিন্দুনেতা কমলেশ তিওয়ারি।

রঞ্জিত বচ্চন উত্তর প্রদেশের হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ছিলেন। লখনৌ এর হজরতগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। সাত সকালে শহরের জনবহুল এলাকায় এই ঘটনা ঘটায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর রবিবার ভোরে লগ্নের হাজরতগঞ্জ এলাকায় প্রাতঃভ্রমনে গিয়েছিলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। হজরত গঞ্জের সিটি সেন্টারের সামনে অবস্থিত সিডিআই বিল্ডিংয়ের সামনে পায়চারি করার সময় বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী তার সামনে আসে। তারপরই রঞ্জিত বচ্চনকে লক্ষ্য করে তারা গুলি চালায়। মাথায় গুলি লাগে হিন্দু নেতার। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রঞ্জিত। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুষ্কৃতীদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন তার ভাইও। এলাকার মানুষ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।

উত্তরপ্রদেশের গোরখপুর এর বাসিন্দা রঞ্জিত বচ্চন কট্টর হিন্দুবাদী নেতা হিসেবে পরিচিত। সাতসকালে এইভাবে তার খুনের ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনোও কেউ গ্রেপ্তার হয়নি।

কয়েক মাস আগেই আরেক হিন্দুবাদী নেতা কমলেশ তিওয়ারিকে তারা অফিসেই কুপিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। পরে এই খুনের ঘটনায় যুক্ত অভিযোগে গুজরাট এবং উত্তর প্রদেশ থেকে ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *