ভারতের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনতে ফের সরব হিন্দু মহাসভা

আমাদের ভারত, কলকাতা, ২৭ অক্টোবর: ভারতের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনতে হবে এবং ভারতের অর্থনৈতিক ব্যবস্থা নেতাজির দেখানো পথে দুর্নীতিমুক্ত করতে হবে। বৃহস্পতিবার রবীন্দ্রসদন সংলগ্ন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানুছায়া মঞ্চে অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত রাজনৈতিক কর্মসূচিতে এই দাবি করা হয়।

পশ্চিমবঙ্গের অখিল ভারত হিন্দু মহাসভার কার্যকরী রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, “নেতাজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মেহনতি মানুষদের আর্থিক ভাবে শক্তিশালী করতে হবে। আমরা চাই আয়করমুক্ত অর্থনীতি। আমাদের দাবি, ৬০ বছরের ঊর্ধ্বে সবার জন্য কেন্দ্রীয় সরকারি পেনশন। আমরা চাই ৬৫ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে তাদের জমা টাকার উপর আরো অতিরিক্ত ৩% সুদ দিতে হবে। আদনি আম্বানিদের বাড়তি সুবিধে না দিয়ে সকল দেশবাসীকে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল এবং বিদ্যুৎ দিতে হবে।

নেতাজির ফাইল গুলো, গুমনামি বাবার ডিএনএ রিপোর্ট, নেতাজির পরিবারের ডিএনএ রিপোর্ট এবং রেনকোজি মন্দিরের ছাই ভাস্মের ডিএনএ টেস্টের রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে।

ব্রিটেনের রানীর মৃত্যুতে আমাদের দেশের পতাকা অর্ধনমিত রাখার জন্য এবং নেতাজির ১২৫ তম জন্মদিনে বাংলার ট্যাবলো বাতিল করার জন্য কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

চন্দ্র কুমার বোসের মত রাজনৈতিক সুবিধেবাদী এবং স্বার্থপর লোক যারা নেতাজিকে ওই মিথ্যে বিমান দুর্ঘটনায় মৃত বলে দেখাতে চায়, কারণ তারা নেতাজির বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্তকারী প্রকৃত অপরাধীদের আড়াল করতে চায়, সেই জন্য চন্দ্র কুমার বোসদের মত লোকদের গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *