
আমাদের ভারত,৯ ডিসেম্বর: সোমবার সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা আর্জি জানাল হিন্দু মহাসভা। তাদের দাবি মসজিদের জন্য অযোধ্যায় মুসলিমদের বিকল্প জমি দেওয়ার প্রয়োজন নেই। আর সেই কারণেই তারা রায়ের পুনর্বিবেচনার আবেদন করেছে।
হিন্দু মহাসভার আইনজীবী বিষ্ণুশংকর জৈন সংবাদমাধ্যমকে বলেন, অযোধ্যার যেকোনো জায়গায় মুসলিম পক্ষকে ৫ একর জমি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রায়ের পুনর্বিবেচনার আবেদন জমা দিচ্ছে তারা।
মহাসভার তরফে বলা হয়েছে, রায় দেওয়ার সময় আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই জমির মালিকানা হিন্দুদের। কারণ এই বিষয়ে মুসলিমদের তুলনায় অনেক বেশি যুক্তিগ্রাহ্য প্রমাণ জমা দিয়েছে তারা। আর তার ভিত্তিতে ওই জমিতে রাম মন্দির তৈরীর নির্দেশ দেওয়া হয়েছে। তাই আদালত যদি কাগজপত্রের ভিত্তিতে কথা বলে থাকে তাহলে মুসলিমদের পাঁচ একর জমি দেওয়ার কোনো কারণ নেই। আর সেই জন্যই সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছে হিন্দু মহাসভা।
গত ৯ নভেম্বর ১০০ বছরেরও পুরনো রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিবাদের ঐতিহাসিক রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। রায়ে ওই বিতর্কিত জমি রামলালা বিরাজমানের হাতে তুলে দিয়েছিল শীর্ষ আদালত। একইসঙ্গে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় আদালত।
তারপর থেকে রায়ের পুনর্বিবেচনা করার জন্য এপর্যন্ত ছটি আবেদন জমিয়ত উলেমা ই হিন্দ ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে জমা পড়ে। এবার হিন্দু মহাসভার তরফেও রায় পুনর্বিবেচনার আর্জি জমা পড়ল।