“তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে,“ চিদাম্বরম পিল্লাইকে শ্রদ্ধা মোদীর

আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: স্বাধীনতা সংগ্রামী চিদাম্বরম পিল্লাইকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী সোমবার টুইটারে লিখেছেন, “মহান ভি ও চিদাম্বরম পিল্লাইকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানের জন্য আমাদের জাতি তাঁর কাছে ঋণী। তিনি অর্থনৈতিক অগ্রগতি এবং স্বাবলম্বী হওয়ার উপরও ব্যাপক জোর দেন। তাঁর আদর্শ আমাদের অনুপ্রাণিত করে চলেছে।“

প্রসঙ্গত, ভ্যালিয়াপ্পান ওলাগানাথন চিদাম্বরম পিল্লাই (৫ সেপ্টেম্বর ১৮৭২ – ১৮ নভেম্বর ১৯৩৬) ‘কাপলোত্তিয়া তামিজান’ (তামিল ভাষায় কথাটির অর্থ নেতা) নামেও পরিচিত ছিলেন। স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন নেতা ছিলেন। ব্রিটিশ সরকার তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। তাঁর ব্যারিস্টার লাইসেন্স বাতিল করা হয়।

ব্রিটিশ ইন্ডিয়া স্টিম নেভিগেশন কোম্পানি-এর একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ১৯০৬ সালে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি তুতিকোরিন (ভারত) এবং কলম্বো (শ্রীলঙ্কা) মধ্যে স্বদেশী স্টিম নেভিগেশন কোম্পানির সাথে ব্রিটিশ জাহাজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম দেশীয় ভারতীয় জাহাজ পরিষেবা চালু করেছিলেন। ভারতের তেরোটি প্রধান বন্দরের একটি তুতিকোরিন পোর্ট ট্রাস্ট তাঁর নামে নামকরণ করা হয়েছে।

শিক্ষক দিবসের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

ভিডিও-সহ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “শিক্ষক দিবসে অভিনন্দন, বিশেষ করে সকল পরিশ্রমী শিক্ষকদের যাঁরা তরুণ মনের মধ্যে শিক্ষার আনন্দ ছড়িয়েছেন। আমি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাধাকৃষ্ণানকেও তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *