বিডিও’র গাড়ির ধাক্কায় পিংলায় প্রাণ গেল এক বাইক আরোহীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বিডিও’র গাড়ির ধাক্কায় মৃত্যু হলো মোটর বাইক আরোহীর। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারোমাইল এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০.৩০ নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১২ মাইল এলাকায়।

স্থানীয় সুত্রে জানাগেছে, একটি নীল বাতি লাগানো স্করপিও গাড়ি জামনার দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল, এবং তেমাথানির দিক একটি বাইকে করে দু’জন ১১ মাইলের দিকে আসছিল। ১২ মাইলের কাছে বাইক ও নীল রঙের বাতি লাগানো স্করপিওর মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ঘটনায় ছিটকে পড়ে দু’জন বাইক আরোহী। ঘটনাস্থলেই একজন বাইক আরোহীর মৃত্যু হয়। অপর বাইক আরোহী সহ স্করপিওর দু’জন গুরুতর আহত আহত হন। তাদের উদ্ধার করে সবং হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই স্করপিওর মধ্যে পটাশপুরের বিডিও ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পিংলা থানার পুলিশ। দুর্ঘটনার জেরে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরস্থিতি স্বাভাবিক করে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here