গোবরডাঙ্গায় রাতের অন্ধকারে গাড়ি করে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩১ জানুয়ারি:
উত্তর ২৪ পরগনার হাবরা গোবরডাঙ্গা রোডের নক পুল ফার্ম গেট এলাকায় একাধিক ফ্লেক্স লাগানো হয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ঠাকুরনগরে মতুয়াদের ডাকে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, সেই উপলক্ষে অমিত শাহের ফ্লেক্সগুলি লাগানো হয়েছিল।

স্থানীয় একটি ক্লাবের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ফ্লেক্স নষ্ট করার ছবি। বিজেপি নেতৃত্বের বক্তব্য, একটি ন্যানো গাড়ি করে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনা লিখিত আকারে গোবরডাঙ্গা থানায় জানানো হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দুষ্কৃতী ধরা না পড়লে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবে বিজেপি, এমনটাই হুমকি বিজেপি নেতৃত্বের। তদন্তে গোবরডাঙ্গা থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here