
আমাদের ভারত, পুরুলিয়া, ২৩ মার্চ: ভিন রাজ্য থেকে পুরুলিয়ায় আসা রেল যাত্রীদের ব্যাপক ভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হল পুরুলিয়ায়। রবিবার গভীর রাতে পুরুলিয়া স্টেশনে ভিল্লুপুরম পুরুলিয়া সুপার ফাস্ট একপ্রেস এসে পৌছয়। আদ্রা ও পুরুলিয়া স্টেশনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এঁদের মধ্যে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হয়। সরকারি বাসে করে তাদের পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, এদিন বেলা পর্যন্ত স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হোম কোয়ারেন্টাইনে ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। এছাড়া পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৬ জন, কোয়ারেন্টাইনে ১ জন রয়েছেন।