অভিনব পন্থা! আম গাছের উপর হোম কোয়ারেন্টাইন পুরুলিয়ার চেন্নাই ফেরত সাত শ্রমিকের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৮ মার্চ:
বাড়িতে স্থান সঙ্কুলান। তাই গ্ৰামে গাছের ডালে কোয়ারেন্টাইন। পুরুলিয়ার বলরামপুর থানার ভাঙ্গিডি গ্রামে এখন একটি আম গাছের ডালে অস্থায়ী বাড়িতে জীবন যাপন করছেন চেন্নাই ফেরত সাত যুবক। গাছের ডালে খাটিয়া তুলে মশারির মধ্যে থাকা শুরু করেছেন তাঁরা। ১৪ দিন সেখানেই থাকবেন তাঁরা।
    

এঁদের মধ্যে বিজয় সিং লায়া জানান, চেন্নাইযে একটি যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করতেন তাঁরা। করোনা ভাইরাসের সংক্রমন এবং প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় ওই কারখানা। নানা সমস্যার পরও মঙ্গলবার তাঁরা গ্রামে পৌঁছান। তার আগে তাঁদের বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরীক্ষা হয় এবং সেখানে চিকিৎসকরা ১৪ দিনের নিসঙ্গ জীবন যাপন করার পরামর্শ দেন।গ্রামে ফেরার পর বাড়িতে আলাদা থাকার জায়গা না থাকায় এই ব্যবস্থা নিয়েছেন ওই ৭ জন।
   
 

বলরামপুরের গেঁড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা পাহাড়তলির ওই গ্রামে হাতির উপদ্রব দেখা যায়। সারা বছর হাতি তাড়ানোর জন্য গাছের উপর দড়ির খাটিয়া দিয়ে মাচা করে রাখেন বাসিন্দারা। বর্তমানে সেই কোয়ারেন্টাইনে রয়েছে চেন্নাই ফেরত ওই ৭ শ্রমিক।সকাল দুপুর এবং সন্ধ্যের সময় বাড়ি থেকে খাবার ও জল দিয়ে যান সদস্যরা। নিজের, পরিবার ও দশের স্বার্থে তাঁদের  ‘হোম কোয়ারেন্টাইন’ এখন আম গাছের ডালের উপর সেই মাচা।  
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here