নন্দীগ্রামে তৃণমূলের বঙ্গধ্বনির পালটা বিজেপির হরিধ্বনি কর্মসূচি

আমাদের ভারত, নন্দীগ্রাম, ২০ ডিসেম্বর: তৃণমূল সরকারের বঙ্গধ্বনি কর্মসূচির পালটা নন্দীগ্রামে বিজেপি শুরু করল হরিধ্বনি কর্মসূচি। রাজ্যের শিল্প, স্বাস্থ্য, শিক্ষার রিপোর্ট কার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার যখন দুয়ারে দুয়ারে সরকার এবং বঙ্গধনী কর্মসূচি নিচ্ছে তখন নন্দীগ্রামে থেকে বিজেপি কর্মীরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে মন্দিরে মন্দিরে হরিধ্বনি কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির আজ সূচনা হল নন্দীগ্রাম ২ দক্ষিণ মণ্ডলের আমদাবাদ অঞ্চল থেকে। এই কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ২ দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানা, সভাপতি দিলীপ পাল এবং সাধারণ সম্পাদক সুবল খাটুয়া সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

এই কর্মসূচি উপলক্ষ্যে আমদাবাদ অঞ্চলের সুবদী শীতলা মন্দির, মুঙ্গেশ্বরী শীতলা মন্দির, তরুণ সংঘ নারায়ণ মন্দির, মিতালি সংঘ কালী মন্দির, কুমির মারা গৌরাঙ্গ মন্দির, টাকাপুরা গৌরাঙ্গ মন্দির, আমদাবাদ হনুমান মন্দির, চালমারি বাজার শিব মন্দির, মধ্য পল্লী হরি মন্দির, পশ্চিম আমদাবাদের শীতলা মন্দিরে হরিধ্বনি দেওয়া হয় ও পূজো দেওয়া হয়। আগামী দিনে এই কর্মসূচি নন্দীগ্রামের অন্যান্য এলাকাতেও পালন করা হবে বলে জানিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here