
আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৬ ডিসেম্বর: মেয়ের বিয়ের চারদিন আগে বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই। সেই সঙ্গে মেয়ের বিয়ের সমগ্রহ আবাবপত্র ভস্মীভূত হয়ে গেল এক অসহায় মায়ের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার বড়া এলাকায়। মা ও মেয়ে নিয়েই সংসার। প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিয়ের আয়জোন করেছিলেন মেয়ের মা সাধনা শিকদার। নিমন্ত্রণ করে বাড়ি ফিরে দেখে দাউ দাউ করে জ্বলছে বাড়ি।
স্থানীয় সূত্রের খবর, অনেক বছর আগে সাধনা শিকদারকে ছেড়ে চলে যায় তার স্বামী। এরপর মেয়েকে লেখাপড়া করিয়ে বড়ো করে তোলেন সাধনাদেবী। কলকাতায় রঙের কাজ করেন তিনি। নিজের অর্থ ও প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিয়ের আয়োজন করেছিলেন তিনি। আগামী বুধবার ছিল মেয়ের বিয়ে। এদিন সবে অন্ধকার নেমে এসেছে। মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে পাশের গ্রামে যান সাধনা শিকদার। বাড়ি ফিরে দেখেন প্রতিবেশীরা ঘরের আগুন নেভাতে ব্যস্ত। দমকলের ইঞ্জিন আসার আগেই সব শেষ।
স্থানীয় বাসিন্দা বিধান বিশ্বাস বলেন, হঠাৎ ঘর থেকে কালো ধোঁয়া দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে থাকে। দমকলে খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন পৌছনোর আগেই সব শেষ হয়ে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে।
মেয়ের মা সাধনাদেবী বলেন, ঘরের মধ্যে থাকা বিয়ের শাড়ি সহ চাল, ডাল, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকি সাহায্যের কয়েক হাজার টাকাও ছিল সেগুলো পুড়ে গিয়েছে। তবে কি কারণে ঘরে আগুন লেগেছে তা দমকল বলতে পারেনি।